মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৫

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা 

মোঃ শাহ্ আলম মন্ডল

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ আওয়ামীলীগ, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় সংলগ্ন ২নং রাইচ মিল চত্বরে শনিবার বিকেলে (২৮ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ‍্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট আলতাফুজ্জামান মিতা, সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, সাবেক এমপি আব্দুল লতিফ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ।

এতে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, পার্বতীপুর, ফুলবাড়ি উপজেলা ও জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর